ক্রাউনউডের সপ্তম মাসিক স্ক্রিনিং সম্পূর্ণ হল রোটারি সদনে

ক্রাউনউডের সপ্তম মাসিক স্ক্রিনিং সম্পূর্ণ হল রোটারি সদনে

কলকাতা। শব্দটা শুনলেই সবার আগে যে কথাটা সবার মনে আসে তা হল “সিটি অফ জয়”। এই কলকাতাতেই একটা সময় উত্তম কুমার থেকে শুরু করে সুচিত্রা সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের মতো অভিনেতা,পরিচালক দের সাথে দেখা করতে সুদূর অ্যামেরিকা থেকে একাধিক পরিচালক বা সিনেমা প্রেমি মানুষেরা আসতেন। সে দু দশক আগের কথা। এখন সেরকম আর দেখা যায় কোথায়?

তবে একটা কথা না বললেই নয় যে বাঙালি কিন্তু সিনেমা প্রেমি। আজও আট থেকে আশি হাত ধরে নন্দনে সিনেমা দেখতে আসে। আজও নতুন ছবি দেখার জন্য শুক্রবারের অপেক্ষা করে থাকে বহু মানুষ। আর এই মানুষদের আশা, প্রত্যাশা, চাহিদা পূর্ণ করার জন্য একাধিক চল্লচিত্র উৎসবের দেখা মেলে কলকাতায়।

সেরকমই একাধিক সিনেমা প্রেমি মানুষদের থেকে শুরু করে পরিচালকদের আশা মিটিয়ে চলেছে ক্রাউন উড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। কলকাতায় এই চলচ্চিত্র উৎসব সম্পূর্ণ করল সপ্তম মাসিক স্ক্রিনিং। কলকাতার রোটারি সদনে প্রদর্শিত হয় এই চলচ্চিত্র উৎসবের সপ্তম মাসিক স্ক্রিনিং। শুধু কলকাতা বা ভারতবর্ষ নয় অ্যামেরিকা, ফ্রান্স, জার্মানির মতো দেশের ছবি দেখাগেল এই দিনে।

তারা ভারতবর্ষের “catakah-To revive an old world”কে ডকুমেন্ট্রি শর্ট ফিল্ম বিভাগ থেকে বিজয়ী ঘোষণা করেন। এছাড়াও LINOLEUM(ফ্রান্স), CHOCOLATE MAN(জার্মানি), THE RIBBON(অ্যামেরিকা), BURRIED SEEDS(অ্যামেরিকা), NO ONE BUT I KNOW(জাপান), ALPHA OMEGA(ফ্রান্স), FLICKER FREE(অ্যামেরিকা) ছবিগুলিকে প্রদর্শন করানোর পাশাপাশি বিভিন্ন বিভাগ থেকে জয়ী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *