৩৫০ কোটি টাকার বাজেটের ছবি। এখনও সেভাবে মার্কেট করতে পারিনি। কারন ১০ দিনে তাদের আয় ৪০০ কোটি টাকা। ফলে ছবি নিয়ে তাদের যে এক্সপেক্টেশান ছিল তা পূর্ণ হয়নি। ফলে ছবি নিয়ে বেশ চিন্তায় ছবির পরিচালক সুজিত।
তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ” আমি আমার ছবি বানিয়েছি প্রভাস স্যার এবং আমার প্রোডিউসার এর জন্য, এবং আমার বিশ্বাস ছিল প্রচুর দর্শক এই ছবি দেখতে আসবে”, কিন্তু আমার সাথে এমন ব্যবহার করা হচ্ছে যেন আমি কোনও ক্রাইম করেছি”।
তিনি আরও জানান যে ” আমি জানিনা কেন আমার বিরুদ্ধে রিপোর্ট লেখা হচ্ছে, সাহু রিলিজের একদিন পর আমি ইন্টার্ভিউ দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম নো কমেন্টস”। এবং এসব আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
৩৫০ কোটি টাকার এই ছবি হিন্দিতে ১০০ কোটি টাকার উপর আয় করেছে। আন্তর্জাতিক বাজারেও খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি। ফলে ছবি নিয়ে কিছুটা চিন্তিত। প্রভাস ছাড়াও এই ছবিতে শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, চাঙ্কি পাণ্ডের মতো অভিনেতারা রয়েছেন।